রেকর্ড দামে লিভারপুলে উইর্টজ

রেকর্ড দামে লিভারপুলে উইর্টজ

দলবদলের রেকর্ড ভেঙে ফেলেছেন ফ্লোরিয়ান উইর্টজ। সর্বোচ্চ ফ্রি’তে বায়ার লেভারকুসেন ছেড়ে লিভারপুলে নাম লিখেছেন জার্মানির মাঝ-মাঠের এ তরুণ খেলোয়াড়। ১০ কোটি পাউন্ডেই ২২ বছর বয়সী এ মিডফিল্ডার বনে গেছেন লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার।

২২ জুন ২০২৫